Latest Notice

CHAND SULTANA SECONDARY GIRLS' SCHOOL, KUSHTIA

189-190, N. S. Road, Kushtia Sadar, Kushtia

School EIIN: 117750

About Us

CHAND SULTANA SECONDARY GIRLS' SCHOOL, KUSHTIA

চাঁদ সুলতানা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কুষ্টিয়া সদরের প্রাণকেন্দ্র এন এস রোডে অবস্থিত।এটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত। এটি কুষ্টিয়া জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। কতিপয় শিক্ষানুরাগীর সমন্বয়ে গঠিত ‘ম্যানেজিং কমিটির - মাধ্যমে সুষ্ঠভাবে পরিচালিত এক আদর্শ বিদ্যাপীঠ। প্রতিষ্ঠাকাল থেকে এ যাবৎ মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীরা ভাল ফলাফল অর্জন করে কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। এ শিক্ষা প্রতিষ্ঠানে একটি শিশু ৬ষ্ঠ থেকে ১০ম শেষ করে স্বনামধন্য বিভিন্ন কলেজে ভর্তির সুযোগ পায়। পরবর্তীতে বিভিন্ন বিশ্ববিদ্যারয়, মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় প্রভৃতি প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ লাভ করে কর্মজীবনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার ইতিহাস রয়েছে। প্রত্যেক শিক্ষার্থীর মধ্যে সুনাগরিকসুলভ ব্যক্তিত্ব, উদারতা, শৃঙ্খলা, সত্যনিষ্ঠা, দেশপ্রেম ও আধুনিক মন-মানসিকতা বিকশিত করে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে অভিভাবক-অভিভাবিকাগণের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রতিষ্ঠানের প্রতিটি শিক্ষার্থীর সাফল্যের শীর্ষে পৌঁছানো সম্ভব। শিক্ষার্থীদের সার্বিক সাফল্য কামনা করছি।