189-190, N. S. Road, Kushtia Sadar, Kushtia
School EIIN: 117750
ভবনের পাঁচতলায় একটি লাইব্রেরি রয়েছে। এতে সকল শ্রেণির বইয়ের পাশাপাশি বিভিন্ন রেফারেন্স বই, গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস-ঐতিহ্য, বিজ্ঞান, তথ্য প্রযুক্তিসহ প্রায় দুই হাজার বই এবং দৈনিক পত্রিকা রয়েছে। শিক্ষার্থীরা অফ পিরিয়ডে বসে বই বা পত্রিকা পড়তে পারে এবং আইডি কার্ড প্রদর্শন করে নির্দিষ্ট সময়ের জন্য বাসায় বই নিয়ে পড়তে পারে। বর্তমানে লাইব্রেরির দায়িত্বে নিয়োজিত আছেন সহকারী শিক্ষক (গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান) জনাব মো: শফিউল বাশার আরিফ।